প্রিয় বোন,
আশা করি ভালো আছিস, আমি খুব একটা ভালো নেই রে কয়দিন থেকে মন খারাপ আছে তার সঙ্গে ক্ষোভ ও আছে কিন্তু আমি অসহায় সব দিগে হাত বাঁধা আছে কিছু করতে পারছি না। ছেলে হয়ে জন্মেছি জোরে কাদতেও পারব না কারন এ সমাজ ছেলেদের কান্না পছন্দ করে না।
জানিস, আজকের সমাজের মা-বাবারা দালান ঘর আর টাকা দেখে মেয়ের বিয়ে দেয় যাতে একটু সুখি হয় কিন্তু তাদের কে বোঝাবে যে দালান ঘর আর টাকা তে সুখ থাকে না সুখ থাকে হিদয়ে, যা আজ দুনিয়ায় পাওয়া খুব মুশকিল। আগেকার মানুষের বাড়ি কাচা ছিল কিন্তু মন পাকা ছিল আজ বাড়ি পাকা কিন্তু মন গুলো সব কাচা রে
আমি দুই দিগে ফেসে গেইছি তুই একমাত্র আমার বোন তোকে সুখি দেখতে গিয়ে আমি বাবা-মায়ের মুখে কস্ট পাচ্ছিলাম আবার বাবা-মা কে সুখি করতে গিয়ে তোর ভবিষ্যত দেখতে পাচ্ছিলাম না। যত টুকু পেরেছিলাম তখন করেছিলাম, সত্যি বলতে আমি খুব সার্থপর রে- আমাকে যাতে বাড়ি থেকে বের করে না দেয় তার জন্য বেশি কথা বলতে পারছিলাম না ভয় হচ্ছিল।
তুই ত জানিস হকের পথে চললে তার শত্রু বেড়ে যায় আর এই সমাজে টাকা না থাকলে তার দাম শুন্য।
তবে আর নয় তোর ভাই আর সেই আগের মত অসহায় নেই আল্লাহ পাক অনেক সাহায্য করেছেন। এইবার আরো হকের পথে চলার প্রতিজ্ঞা করলাম, কারন অন্যায় করা আর অন্যায় সহ্য করা দুটো একই জিনিস।
সারা দুনিয়া যদি আমার খেলাপ হয় তবুও অন্যায়ের সংগে আপোস করব না।
আল্লাহ পাকের কাছে দোয়া কর, যেন হেদায়েত দেয় না হলে ধবংস করুক। নামাজ পড় আর ধোর্য্য ধারন কর যারা কস্টের মুখে দিয়েছে জেনেশুনে এবং যারা মুমিন দের কস্ট দেয় তাদের ও আল্লাহ পাক বিচার করবেন কারন আল্লাহ পাক শ্রেষ্ঠ বিচারক।
আল্লাহ র কাছে হাত তুলে কেঁদে বিচার চা যেমন এক বাচ্চা তার মায়ের জন্য আইসক্রিম কিনে দেওয়ার জন্য কান্না করে, কারন আমাদের এখন আল্লাহ ছাড়া কেও নেই, আর তুই যদি ভাবিস অন্যেরা সাহায্য করবে তাহলে ভুল ভাবছিস কারন সবাই গোলামে পরিনত হয়েছে কেউ বউ এর ত কেউ ভাই এর, কারন আজ ছেলে-মেয়েদের থেকে ভাই-স্মবন্ধি দের সম্পর্ক আগে।
ভালো থাকিস, সুখে থাকিস
ইতি তোর অযোগ্য ভাই-
সেখ মইনুল হাসান
0 Comments