Ad

বজ্রকলম Pdf Free Download

ই বইটিতে গোলাম আহমদ মোর্তজা একটু হার্ডলাইনে লেখালেখি করেছেন। তিনি দেখিয়েছেন, যে ঋগ্বেদ নিয়ে হিন্দুরা এত গর্ব করে তার জন্ম হয়েছে আদতে ব্রিটিশআমলে। খ্রিস্টান বুদ্ধিজীবী ম্যাক্সমুলার রাশিয়া থেকে ঋগ্বেদের পুঁথি সংগ্রহ করে(!) তাকে লিখিতরূপ দিয়ে ভারতে প্রচার করা হয়েছিল, কারণ হিন্দুশাস্ত্র অনুযায়ী বেদ লিপিবদ্ধ করা ছিল নিষেধ। এ বইতে আরো দেখানো হয়েছে, বাঙালি হিন্দুরা তাদের স্ত্রী ও পুত্রবধুদের গর্ভে ব্রিটিশ সন্তান জন্ম দিয়ে তাদের দ্বারা ব্রিটিশদের সহায়তা করিয়েছিল। মন্দিরে কালীমূর্তির রজঃস্রাব হচ্ছে, এ কথা বলে পুরোহিত কিভাবে ভক্তদের হাতে নিজের স্ত্রী ও মেয়েদের মাসিকের রক্তভেজা ন্যাকড়া তুলে দেয়, তারপর সেসব ন্যাকড়ার রক্ত হিন্দুরা কিভাবে তাদের মুখমণ্ডলে মেখেছিল পুণ্যের(!) আশায় সেসবের রোমহর্ষক কাহিনী রয়েছে এই বইটিতে।

বজ্রকলম Pdf Free Download

বজ্রকলম Pdf Free Download




Post a Comment

0 Comments