পশ্চিমবঙ্গের লেখক গোলাম আহমাদ মোর্তজা এর একটি ইতিহাস ভিত্তিক গ্রন্থ । এই বইয়ের মাধ্যমে তিনি সর্বপ্রথম আলোচনায় আসেন। ভারতের গতানুগতিক ইতিহাস বিষয়ক পাঠ্যপুস্তকগুলোতে মুসলিমবিদ্বেষী বানোয়াট তথ্যগুলো রয়েছে,সেই তথ্যগুলোর বিরোধীতা করেন এবং সেগুলো মিথ্যা দাবী করে তিনি প্রমাণসহকারে খণ্ডনের চেষ্টা করেন । পাশাপাশি বঙ্কিমচন্দ্র,রবীন্দ্রনাথ,গান্ধীজি,রাজা রামমোহন রায়,দেবেন্দনাথ ঠাকুর আরো অন্যান্য বিখ্যাত ব্যক্তি সম্বন্ধে সমালোচনা করেন এবং তাদের চাপা পরা ইতিহাস সামনে তুলে এনে প্রমাণসহকারে উপস্থাপন করার চেষ্টা করেন।
ইতিহাসের ইতিহাস এমন একটি বই যা প্রত্যেক সত্যান্বেশী মানুষের পড়া উচিৎ ৷ উপমহাদেশের সঠিক,সত্য,নিরপেক্ষ ইতিহাস জানার জন্যে ৷ বইটি পশ্চিমবঙ্গের সরকার বাযেয়াপ্ত করার পর,পরবর্তিতে সেপ্টেম্বর ২০০৩ এ এর সংশোধিত সংষ্করণ প্রকাশিত হয় ৷ বইটি “মুন্সি মোহাম্মাদ মেহেরুল্লাহ্ রিসার্চ একাডেমি” কর্তৃক প্রকাশিত হয়েছে ৷
0 Comments