Ad

তুর্গুত (নুরগুল) কে ছিলেন?


লেখক- তহা আলি খান , ওয়েব সম্পাদনা- সেখ মইনুল হাসান

তুর্গুত ওরফে নুরগুল উসমানিয়া সাম্রাজ্যের সবচেয়ে সাহসী সিপাহী ছিলেন, তিনি সিপাহীর সর্দারদের মধ্যে একজন সর্দার ছিলেন। অরতুগুরুলের সবচেয়ে সন্নিকটের সাথীদের মধ্যে একজন ছিলেন তুর্গুত ওরফে নুরগুল। তিনি কুঠারকে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য খুবই বিখ্যাত ছিলেন। কুঠারকে তৎকালীন সময়ে সবচেয়ে মজবুত জিনিস বলা হতো। অরতুগুরুলের মৃত্যুর পরে তুর্গুত ওরফে নুরগুল অরতুগুরুলের পুত্র উস্মান গাজীর সঙ্গে যোগদান করেন।  
উসমানিয়া সাম্রাজ্যের প্রথম যুদ্ধে তিনি উসমান গাজীর সঙ্গে ছিলেন। 1299 সালে উসমান গাজী তুর্গুত ওরফে নুরগুলকে অনাগোল জয়ের জন্য পাঠান। তিনি অনাগোল জয় করেন এবং সেখানে 36 বছর গভর্নর ছিলেন। অনাগোলের অধিবাসীদের কাছে সেই সময় ছিল সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি এবং সমৃদ্ধির সময়।
উসমান গাজীর মৃত্যুর পরে তুর্গুত ওরফে নুরগুল উসমানের পুত্র ওরহান গাজীর সঙ্গে যোগদান করেন। অবশেষে 125 বছর বয়সে একটি যুদ্ধে তিনি শহীদ হয়ে যান। যে সময় তিনি যুদ্ধে শহীদ হয়ে ছিলেন সেই সময় তাঁর হাতে কুঠার সেই রকম ধরা ছিল। 
প্রায় 500 বছর পরে 1877 সালে একটি শহরের নাম তুর্গুতের নামে রাখা হয়, যা বর্তমানে বুলগেরিয়াতে রয়েছে। অরতুগুরুলের মাজারের সামনে যে কবর আছে সেটা স্মরণিকা  হিসেবে নির্মিত করা হয়েছে। তুর্গুত ওরফে নুরগুলের আসল কবর অনাগোলের একটি গ্রামে রয়েছে, যেখানে তিনি  দীর্ঘ 36 বছর গভর্নর ছিলেন।
মহান রব্বুল আলামিন তুর্গুত গাজীকে যেন উচ্চ মর্যাদা দান করেন এই প্রার্থনা করি।

turugut



Post a Comment

0 Comments