একটি বছর শেষ আরেকটি বছর শুরু :একজন মুমিনের করণীয়ঃ-
ক. বিগত বছরের পর্যালোচনা ও আল্লাহর ক্ষমা প্রার্থনা:
১. গত বছর এই দিনে আমাদের অনেক আত্মীয়, বন্ধু, পরিচিতজন ছিলেন যারা এখন আমাদের মাঝে নেই l তারা দুনিয়া থেকে চলে গেছেন l তাদের জন্য দোয়া করা l আমাদের কারো জন্য হয়তো আগামী বছরটি হবে জীবনের শেষ বছর l
২. আত্মপর্যালোচনা করা যে, আল্লাহ তায়ালা আমাকে একটি বছর দিয়েছিলেন l যাতে ১২টি মাস বা ৩৬৫ দিন বা ৮৭৬০ ঘন্টা ছিল l আমি কি তা আমার জীবনে যথাযথভাবে কাজে লাগাতে পেরেছি ?
আল্লাহ তায়ালা বলছেন, ´´হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তায়ালাকে ভয় কর। আর প্রত্যেক ব্যাক্তির চিন্তা করা উচিত যে, সে আগামীকালের জন্য কী প্রেরণ করেছে?´´ (সূরা হাশর ১৮)। হযরত ওমর ফারুক রা. বলেন, ´´আল্লাহর কাছে হিসাব দেয়ার আগে নিজের হিসাব নিজে গ্রহণ করো l
আল্লাহ তায়ালা বলছেন, ´´হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তায়ালাকে ভয় কর। আর প্রত্যেক ব্যাক্তির চিন্তা করা উচিত যে, সে আগামীকালের জন্য কী প্রেরণ করেছে?´´ (সূরা হাশর ১৮)। হযরত ওমর ফারুক রা. বলেন, ´´আল্লাহর কাছে হিসাব দেয়ার আগে নিজের হিসাব নিজে গ্রহণ করো l
৩. আত্মসমালোচনা করা যে, গত বছরের আমার সকল কাজে আমি কি সন্তুষ্ট ? আমিতো অনেক গুনাহ করেছি l আমি তো অনেক সময় নষ্ট করেছি l আমি তো আরো ভালো করতে পারতাম l
আমি কি সালাত নিয়মিত পড়েছি ? আমি কত ওয়াক্ত সালাত কাযা করেছি? আমি কি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেছি? আমি কয়টি আয়াত মুখস্থ করেছি ? কয়টি আয়াতের অর্থ পড়েছি ? কয়টি হাদিস পড়েছি ? মানুষের সাথে কি কোনো খারাপ আচরণ করেছি ? লেনদেন কি ঠিকমতো করতে পেরেছি ? আত্মীয়তার সম্পর্ক কি রক্ষা করেছি ? মসজিদ মাদ্রাসার জন্য কী অবদান রেখেছি? কমিউনিটির ইসলামের উন্নতির জন্য কী করেছি? সাধ্য অনুযায়ী কতটুকু দান-সদকা করেছি? নিপীড়িত মানুষদের জন্য কী ভূমিকা রেখেছি ? ইসলামের জন্য, মুসলিম উম্মাহর জন্য কী কাজ করেছি ?
যদি এর জবাবে আমি সন্তুষ্ট না হই, তাহলে আল্লাহর কাছে আমার বেশি বেশি তাওবা করা উচিত l
আমি কি সালাত নিয়মিত পড়েছি ? আমি কত ওয়াক্ত সালাত কাযা করেছি? আমি কি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেছি? আমি কয়টি আয়াত মুখস্থ করেছি ? কয়টি আয়াতের অর্থ পড়েছি ? কয়টি হাদিস পড়েছি ? মানুষের সাথে কি কোনো খারাপ আচরণ করেছি ? লেনদেন কি ঠিকমতো করতে পেরেছি ? আত্মীয়তার সম্পর্ক কি রক্ষা করেছি ? মসজিদ মাদ্রাসার জন্য কী অবদান রেখেছি? কমিউনিটির ইসলামের উন্নতির জন্য কী করেছি? সাধ্য অনুযায়ী কতটুকু দান-সদকা করেছি? নিপীড়িত মানুষদের জন্য কী ভূমিকা রেখেছি ? ইসলামের জন্য, মুসলিম উম্মাহর জন্য কী কাজ করেছি ?
যদি এর জবাবে আমি সন্তুষ্ট না হই, তাহলে আল্লাহর কাছে আমার বেশি বেশি তাওবা করা উচিত l
....................................................
খ.আগামী বছরের পরিকল্পনা ও আল্লাহর সাহায্য কামনাঃ-
১. আগামী বছরের ব্যাক্তিগত ইবাদতের একটা পরিকল্পনা করতে হবে l সালাত, সাওম, যাকাত, হজ, নফল সালাত, নফল সাওম ইত্যাদি l
খ.আগামী বছরের পরিকল্পনা ও আল্লাহর সাহায্য কামনাঃ-
১. আগামী বছরের ব্যাক্তিগত ইবাদতের একটা পরিকল্পনা করতে হবে l সালাত, সাওম, যাকাত, হজ, নফল সালাত, নফল সাওম ইত্যাদি l
২. ইসলামিক বিষয়ে পড়াশোনার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করা উচিত l কার কাছে কোরআন সহীহ শুদ্ধ করে পড়া শিখবো? কোরআনের কয়টি আয়াত ও কোন কোন আয়াত মুখস্থ করব? কোরআনের কোন কোন আয়াত বা কোন কোন সূরার অর্থ বা তাফসীর পড়বো? কোন কোন হাদিস পড়ব? কোন সীরাত গ্রন্থ পড়ব, কতটুকু পড়ব ইত্যাদি l
৩. নিজ পরিবারের জন্য পরিকল্পনা করা দরকার। স্বামী, স্ত্রী, সন্তানকে কিভাবে সাহায্য করবো ও সময় দেব? কোন কোন জায়গায় একসাথে বেড়াতে যাবো ইত্যাদি।
৪. নিজ ক্যারিয়ারের জন্য পরিকল্পনা করা দরকার। এই বছর কতটুকু ভাষা শিখবো? কোনো পরীক্ষা আছে কিনা? কোনো কোর্স করতে পারি কিনা ইত্যাদি l
৫. মসজিদের জন্য, কমিউনিটির জন্য, মুসলিম উম্মাহর কী ভূমিকা রাখব তার একটি পরিকল্পনা করা দরকার।
পরিকল্পনা যেন ভালোভাবে বাস্তবায়ন করতে পারি তার জন্য আল্লাহর সাহায্য কামনা করা উচিত।
আল্লাহ তায়ালা যেন ২০২০ সাল আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, কমিউনিটির জন্য, দেশের জন্য, মুসলিম উম্মাহর জন্য কল্যাণময় ও বরকতময় করেন। ----আমীন
পরিকল্পনা যেন ভালোভাবে বাস্তবায়ন করতে পারি তার জন্য আল্লাহর সাহায্য কামনা করা উচিত।
আল্লাহ তায়ালা যেন ২০২০ সাল আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, কমিউনিটির জন্য, দেশের জন্য, মুসলিম উম্মাহর জন্য কল্যাণময় ও বরকতময় করেন। ----আমীন
0 Comments