লেখক- মহ রবিন হোসেন, ওয়েব সম্পাদনা- সেখ মইনুল হাসান
লিনকিন পার্কের শিল্পী আত্মহত্যার কথা মনে আছে?
মোটিভেশন গুরু ডেল কার্নেগি আত্মহত্যার কথা মনে আছে?
আচ্ছা এই কয়েকদিন আগে সুশান্ত শিং সুইসাইড করলেন।উনার ছিচোড়ে মুভিটা ছিলো মোটিভেশনাল, সুইসাইড বিরোধি একটা মুভি এটাতো সবাই জানেন।অথচ তিনিই সুইসাইড করে বসলেন।
এই লিনকিন পার্কের শিল্পী, ডেল কার্নেগী,সুশান্ত সিং এরা যেন একেক জন কর্মজগৎ এ একেকটা মহান সেনাপতি তবে এরা কেন যুদ্ধের ময়দান ছেড়ে পালানো?
আল্লাহ্ তাআলার উপর বিশ্বাস থাকলে আপনি ডিপ্রেশন কি সেটা বুঝতেই পারবেন না। মনে রাখবেন- ইমান আর ডিপ্রেশন এক অন্তরে থাকা অসম্ভব।আমাকে ডিপ্রেশনের গল্প শুনাবেন?আমি তো মনে করি তারাই ডিপ্রেশনে যায় যারা মনের অজান্তেই তার ইলাহ এর স্থানে আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করে ফেলে।
হযরত বিলাল (রা) ক্রীতদাস ছিলেন ।তার উপর যে নির্যাতন অত্যাচার করা হয়েছে সেগুলো আমার জানা আছে।
ইমাম ইবনু তাইমিয়্যা তাঁর জীবনে আট বছর জেল খেটেছিলেন এমনকি তিনি জেলেই মারা গিয়েছিলেন। আমি জানি তিনি কি বলেছিলেন
আরেহ ভাই তোমার স্ত্রী ভালো না তো কি হয়েছে। লুত (আ) এর স্ত্রীর কথা মনে নেই।
মনে নাই নবী ইউসুফ (আ) এর ভাইদের কথা।
তোমার স্বামী ভালো না তো কি হয়েছে। যত খারাপই হোক ফেরাউন তো আর না।ভাগ্য ভালো তোমার যে আছিয়া এর মত কষ্ট থেকে আল্লাহ তোমাকে দুরে রেখেছে।
আল্লাহর রহমত থেকে তো কাফের ছাড়া অন্য কেউ নিরাশ হতে পারে না।’ -(সূরা ইউসুফ)
কষ্টের সঙ্গেই তো স্বস্তি আছে। অবশ্যই কষ্টের সঙ্গেই স্বস্তি আছে। [সূরা আলাম নাশরাহ (৯৪) : ৫-৬]
কার জন্য ময়দান ছেড়ে পালাচ্ছেন?
গ্রালফ্রেন্ড এর জন্য?
আপনি বেচে থাকলেই আপনাকে ছেড়ে ভালো কোন চাকুরীজীবীর সংসারের হাল ধরতো। আর আপনি মরছেন তার জন্য!
স্ত্রী/স্বামী খারাপ বলে নিজেকে শেষ করে দিবেন?
দিন শেষে সে আবার অন্য কারো সাথে সংসার করা শুরু করবে।
আজ টাকা পয়সার অভাবে ময়দান ছেড়ে পালাচ্ছেন?
কত কোটিপতির সম্পদ পড়ে আছে হয়তো ৩ পুরুষ খেয়েও শেষ করতে পারতো না। কিন্তু আফসোস তার নিজের একমাত্র ছেলেটাই সম্পদের ছিটেফোঁটাও পেল না,সাড়ে তিন হাত জমি ছাড়া।
আপনি দেখাচ্ছেন তার স্ত্রী/স্বামী ভালো না সুখের অভাবে লোকটা আত্নহত্যা করে মারা গেল,লোকটার ধন-সম্পদ এর অভাবে আত্নহত্যা করে মারা গেল।
বিশ্বাস করুন এই ধন - সম্পদ,টাকা-পয়সা এগুলোর অভাবে তারা মারা যাই নি।তারা মারা গেছে কারণ তাদের মাঝে জানার অভাব ছিল। তারা তাদের ইলাহ জে জানতে পারেনি।
তবে লজ্জাজনক হলে এটাও সত্য আপনি-আমি,আমরা সবাই ডিপ্রেশনে হটাৎ করেই চলে যাই।
কেন জানেন?
কারণ আমরা এখনো এই আয়াত গুলোর উপর অটল বিশ্বাস করতে পারি নাই।
আল্লাহর রহমত থেকে তো কাফের ছাড়া অন্য কেউ নিরাশ হতে পারে না।’ -(সূরা ইউসুফ)
কষ্টের সঙ্গেই তো স্বস্তি আছে। অবশ্যই কষ্টের সঙ্গেই স্বস্তি আছে। [সূরা আলাম নাশরাহ (৯৪) : ৫-৬]
আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন।
0 Comments