আপনাদের একটি অসাধারণ বই এর সাথে পরিচয় করিয়ে দেওয়া। বইটির নাম হল- "চেপে রাখা ইতিহাস", লিখেছেন গোলাম আহমদ মোর্তজা। অসাধারণ এই বইটি যদি আপনি না পড়েন, তাহলে আপনি বিশাল কিছু একটা হয়ত মিস করবেন! তবে এই "চেপে রাখা ইতিহাস" আপনাকে নিয়ে যাবে আরও হাজার বছর আগে। এই ভারতবর্ষে হিন্দু জাতির আগমন, এখানকার অধিবাসীদের উপর এবং অন্যান্য নিম্নবর্ণের হিন্দুদের উপর তাদের অত্যাচার এর নমুনা পরবর্তীতে মুসলিমদের আগমন এবং জাতি, বর্ণ নির্বিশেষে সবার মধ্যে শান্তি প্রতিষ্ঠা থেকে শুরু করে একেবারে ভারত বিভক্ত হওয়া পর্যন্ত অনেক অজানা ইতিহাস এই বইয়ে ঠাই দিয়েছেন শ্রদ্ধেয় লেখক। যাই হোক কোথা বেশি বাড়াবনা। আপনাদের কাছে একান্ত অনুরোধ বইটি আপনারা পড়বেন ইনশাআল্লাহ। অবশ্য এই লেখকের অন্যান্য বইগুলি যেমন- ইতিহাসের ইতিহাস, বাজেয়াপ্ত ইতিহাস, বজ্র কলম, ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায় ইত্যাদি ইত্যাদি সবগুলি বইই অসাধারণ!
0 Comments