Ad

ছাত্র/ছাত্রী দের জন্য কিছু কথা


রাজ্যে দেশে উন্নয়নের যা করুন অবস্থা তা দেখে না লিকে থাকতে পারলাম না , ব্যাপারে যদি কিছু না বলি তাহলে হয়ত নেক্সট জেনারেশন এর কাছে মাফের যোগ্য হতে পারব না।

আজ কথা বলব ছাত্র/ছাত্রী দিয়ে না কথা- তোমরা খুব আনন্দের সংগে পাব্জি খেলছ আর ছাত্রী রা কন্যাশ্রী পেয়ে খুব আনন্দ কিন্তু একবারো কি ভবিশ্যত পরিকল্পনা করেছ? এই ভাবেই কি জীবন চলবে?

ভবিষ্যতের কথা বললে অনেকে ফাতোয়া দিতে আসবে তাকওয়া ব্যাপারে কিন্তু তারা আসল তাকওয়া মানে জানেই না।

সরকারের আসল প্ল্যান সম্পর্কে একটু জেনে নি-

সরকার শুরু থেকে বিরোধী রাজ্য চাই এবং তা করে দিয়েছে, তার কারন একটাই এক নায়কতন্ত্র প্রতিস্টা করার জন্য তা আস্তে আস্তে শুরু করে দিয়েছে আমাদের সরকার।

ছেলেদের চাকরি নেই, শিক্ষা নেই, আর মেয়েদের রাস্তায় নামিয়ে সংসারে আগুন জালানো শুরু হয়ে গেছে।

আপনার ইমান নেই, আপনি সরকারের চাপলুশি করে খেতে পারেন আপনি অন্ধ আর অন্ধের দিন রাত সব একই। কিন্তু যারা আখেরাত কে ভয় পাই তাদের জন্য ভাববার সময় এসেছে, পরের প্রজন্ম কে কি জবাব দিবেন নাকি আপনার সন্তান আপনাকে ভিক্ষারি বলে পরিচয় দিবে অন্যের কাছে?

সরকারের কিছু চাপলিশি এরি নেতা গুল বলে- লক্ষী ভান্ডার রাজ্যের উন্নয়ন হবে, আমি বললাম উন্নয়ন কাকে বলে জানিস? এগুলো কে ভিক্ষা বলে, যদি উন্নয়ন হত তাহলী তোদের মত চাপলিশি জন্ম হত না তোরাও কোন উন্নয়ন কলেজের চাত্র হতিস।

যাই হোক, তোমাদের (ছাত্র/ছাত্রী) অনুরোধ করব সরকারের তালে তাল মেলাবে না, আর ব্যাপারে তোমাদের অভিভাবক যদি উদাসিন থাকে তাহলে তাদের ভালো ভাবে বোঝাও তাদের বলো আমরা যদি না উঠে দাড়াই তাহলে নেক্সট প্রজন্ম মুর্খ্য থাকবে আর সরকার যা বোঝাবে তাতেই সবাই মাথা নাড়া দিবে যে ভাবে ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল সেই ভাবে সব প্ল্যান এগোচ্ছে।

এমনি তেই নেতা গুল বলে আমরা দিচ্ছি বলেই খেতে পাচ্ছিস না হলে মরে যেতিস (নাউযুবিল্লাহ)

যতদিন স্কুল বন্ধ আছে অনলাইন টাকে কাজে লাগিয়ে কিছু স্কিল শিখে নাও, সরকারের ভরসা করো না ওরা শেখাবে না, কারন এখনকার দিনে ডিগ্রির কোন দাম নেই তোমার স্কিল অনুযায়ী তুমি কাজ পাবে বা করতে পারবে।

সরকারের ভরসায় থেকো না যত ওদের ভরসায় থাকবে ততই ওদের মজা হবে।

আমাদের দিদি পরিস্কার সেদিন বলে দিয়েছেন চাকরি চাকরি করবেন না।

তাই আমাদের নিজেই কিছু করতে হবে, আর তা হল অনলাইন কাজ যা বাড়িতে বসে করতে পারবেন।

যা ইনকাম করবে তার ২০% জমা রাখবে , যাতে করোনার মত মহামারি সময় কাজে লাগবে, সকারের পেছেনে না ঘুরতে হয় অথবা নিজের সন্তান্দের শিক্ষার কাজে লাগবে।

মন্ত্রী রা নিজের সন্তান দের বিদেশে পাঠায় শিখার জন্য কারন ওরা আমাদের দেশে শিক্ষার হাল ভালো করে জানে, কি শিক্ষা দেওয়া হয়।

ছাত্র আন্দোলন পারবে দেশ কে সঠিক দিশা দিতে বাকি সব চাপলুশি তে পরিনত হচ্ছে, আমি অবাক হচ্ছি শিক্ষক ইমাম দের দেখে যারা শিক্ষার মাথা তারা কি করে চুপ করে বসে আছে?

আজ চুপ থেকে ভাবছি আমার লাইফ সেটেল হয়ে গেছে , না ভাই কাল কেয়ামতের মাঠে সব দায়িত এর হিসাব দিতে হবে।

পবিত্র কোরানের একটা আয়াত বলে আমি আমার কথা ইতি টানছি- “আল্লাহ কোন জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতি নিজে নিজের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হয়” - সূরায়ে রাদ,১১


Post a Comment

0 Comments