রাস্তা বন্ধ করে নামাজ পড়া নিয়ে ইসলাম কি বলে? ইসলামে এর অনুমোদন দেয় কি না?
লেখক- জসিম উদ্দিন আখতার
সাধারণ জ্ঞান আমাদের বলেধর্মীয় রীতিনীতি পালণ করতে গিয়ে মানুষ সমস্যায় পড়বে এটা হতে পারে না ।
নবী সাঃ কাঁচা পিঁয়াজ ও রসুন খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন , কারণ তাতে পাশের মানুষের অসুবিধা হবে তাই।
নবী (সাঃ) নিজে কাঁচা পিঁয়াজ খেতেন না, কারণ জানতে চাওয়াতে তিনি (সাঃ) জানিয়েছে আমার সাথিদের কষ্ট হবে।
যে ধর্ম কাঁচা পিঁয়াজ খাওয়া ব্যাপারে এতোটা সতর্কতা অবলম্বণ করেছে, সে ধর্ম মানুষের অসুবিধা সৃষ্টি করে ধর্মীয় রীতিনীতি পালণ করার অনুমোদন দেবে না এটাই স্বাভাবিক ।
আসুন দেখি রাস্তা সম্পর্ক ইসলাম কি বলেছে -
১) আবূ বাকর ইবনু আবূ শাইবাহ্ (রহঃ) ..... ইসহাক ইবনু আবদুল্লাহ ইবনু আবূ তালহার আব্বা আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা (গৃহের সম্মুখের উন্মুক্ত) উঠানে বসে গল্প-গুজব করতেছিলাম। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং আমাদের সম্মুখে দাঁড়িয়ে বললেন, রাস্তা-ঘাটে বসে বৈঠকে করা তোমাদের কি আচরণ? রাস্তাঘাটে মাজলিস করা তোমরা ছেড়ে দাও। (ইসলামিক ফাউন্ডেশন ৫৪৬২, ইসলামিক সেন্টার ৫৪৮৪)
২) আবূ হুরাইরাহ্ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় রাস্তায় একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেয়ে তা সরিয়ে ফেলল। আল্লাহ তা‘আলা তার এ কাজ সাদরে কবুল করে তার গুনাহ মাফ করে দিলেন। (২৪৭২) (বুখারী : আধুনিক প্রকাশনীঃ ৬১৫)
৩) পোস্টে সাঁটানো সুত্র : মুসনাদে আহমদ / হাদিস নং - ৬৮০ , পৃষ্টা নং ৫৬১ (ইসলামিক ফউন্ডেশন বাংলাদেশ ) পোস্টে স্যাঁটানো হাদিসটি অবশ্যই পড়ুন।
৩) পোস্টে সাঁটানো সুত্র : মুসনাদে আহমদ / হাদিস নং - ৬৮০ , পৃষ্টা নং ৫৬১ (ইসলামিক ফউন্ডেশন বাংলাদেশ ) পোস্টে স্যাঁটানো হাদিসটি অবশ্যই পড়ুন।
এছাড়া আরো বহু হাদিস রয়েছে তা উল্লেখ করলাম না পোস্ট সংক্ষেপ করা লক্ষ্যে।
সুতরাং রাস্তা বন্ধ করে নামাজ পড়া এতে বারেই অনুচিত ।
রুচিহীন অনুচিত কাজ থেকে সরে আসা মুসলিম সমাজের কর্তব্য ।।
রুচিহীন অনুচিত কাজ থেকে সরে আসা মুসলিম সমাজের কর্তব্য ।।
0 Comments